তাহিরপুরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
‘স্মার্ট ফোনে আসক্তি পড়াশুনায় ক্ষতি’ এই শ্লোগানকে সামনে রেখে দু’দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুন সিন্ধু চৌধুরী বাবুল।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি অফিসার হাসান উদ দোলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল কবির ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা অফিসার তৌফিক আলম, উপজেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, মুক্তিযোদ্ধা সন্তান এমকে ওয়াহিদ খসরু, আশরাফুল আলম’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১৪ স্টল অংশগ্রহণ করে। প্রথম পুরষ্কার পায় আদর্শ উচ্চ বিদ্যালয়।