সাতবাঁক প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক বোর্ড পরীক্ষার্থীদের নাস্তা বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) নাদিয়াতুল কোরআন (সাবাহী মক্তব) বোর্ড সাতবাঁক ইউপির বার্ষিক বৃত্তি পরীক্ষা স্থানীয় লালারচক সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। এতে সাতবাঁক ইউনিয়ন, পৌরসভা ও পার্শ্ববর্তী এলাকায় মসজিদ ভিত্তিক প্রায় ১৫০০ এক হাজার পাঁচ ’শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ উপলক্ষে ‘সাতবাঁক প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে আগত শিক্ষার্থীদের আপ্যায়নে নাস্তা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা মো. জাফর আহমদ, উপদেষ্টা মাওলানা মো. হারিছ উদ্দিন, মাওলানা আব্দুল হালিম সাতবাঁকী, সাধারণ সম্পাদক মো. নুর আহমদ (নুরাই), সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ শাহরিয়ার, কার্যনির্বাহী পরিষদ সদস্য ও সৌদিআরব প্রবাসী হাফিজ আজমল, সদস্য মো. হাবিব আহমদ, দুবাই প্রবাসী মো. কামাল আহমেদ, সৌদিআরব প্রবাসী মো. ওলীউর রাহমান, মালয়েশিয়া প্রবাসী মো. জাবের আহমদ, মালয়েশিয়া প্রবাসী মো. রশীদ আহমদ, মালয়েশিয়া প্রবাসী মো. জাবের আহমদ প্রমুখ।