রাতভর অভিযানে নবীগঞ্জে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার
নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামী নবীগঞ্জ থানার রাতভর অভিযানে ৫ সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা।
নবীগঞ্জ থানার তথ্য অনুসারে- শুক্রবার (২৮ জানুয়ারি) রাতভর অভিযানে, মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ খালেদ মিয়া সাং ওসমানী রোড আনোয়ার গার্ডেন, মামলা নং দায়রা ২৬৩/১৮ এর ৮ মাসের সাজা এবং আট লক্ষ বত্রিশ হাজার টাকা জরিমানা, মৃত রিশক দাশের ছেলে ইন্দু ভূষন দাস সাং দতগ্রাম, সি আর মামলা নং ১৫/১৩ নবীগঞ্জ এক বছরের সাজা, শিথা তালুকদার,স্বামী ইন্দু ভূষন দাস সাং দতগ্রাম, সি আর মামলা নং ১৫/১৩ নবীগঞ্জ এক বছরের সাজা, মধু চন্দ ছেলে মিলন চন্দ, সাং আদিত্যপুর দায়রা ৭৭৩/১৩, এক বছের সাজা, মধু চন্দ ছেলে মিলন চন্দ, সাং আদিত্যপুর দায়রা ৪৩/১৩, এক বছরের সাজা, গ্রেফতার করে নবীগঞ্জ থানা।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমেদ।