প্রধানমন্ত্রী বরাবর হাওর উন্নয়ন পরিষদের স্মারকলিপি প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সিলেট হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর কাছে এই স্মারকলিপি প্রদান করেন সিলেট হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এডভোকেট শামসুল ইসলাম, সভাপতি সুরঞ্জিত বর্মন, সহ-সভাপতি মনোরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, সদস্য শেখ আক্তারুজ্জামান, আখলাকুর রহমান, আবাব মিয়া, নুর পাশা।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন- সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নেত্রকোণা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় অসংখ্য হাওর, বিল, নদ-নদী রয়েছে। কিন্তু এগুলো সংরক্ষণের অভাবে ঐ অঞ্চলের কৃষকেরা বার বার বিভিন্ন কারণে ফসল হারিয়ে অসহায়। কৃষকরা আজ সর্বস্ব হারিয়ে উদ্বিগ্ন ও সর্বস্বান্ত। হাওর বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের সার্বিক উন্নয়নে দ্রুত পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।