সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে রিক্সা মালিক-শ্রমিকদের সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. সামছুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে জেলা আইনজীবী সমিতির অফিসে মালিক-শ্রমিকরা এ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, বিশিষ্ট আইনজীবী জিয়া উদ্দিন চৌধুরী নাদের, মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনাই, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ জিল্লুল হক, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, শ্রমিক নেতা আলমগীর হোসেন সালমান, আব্দুজ জলিল, প্রকাশ ভট্টাচার্য্য, শহীদ বকস, সংগ্রাম মিয়া, মো. রায়হান, লাল মিয়া, আব্দুল জব্বার, ইশতাক মিয়া, শফিক মিয়া, আনিসুর রহমান, আজিবর, সরওয়ার হোসেন প্রমুখ। এছাড়াও সিলেট মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা প্রদানকালে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সামছুল হক ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিকদের ন্যায্য দাবী আদায় ও আইনী সহায়তা’সহ সর্বক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সামছুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।