লন্ডন ক্রয়ডন মেয়রের সেন্টার ফর এনআরবি অফিস পরিদর্শন
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সফররত লন্ডন ক্রয়ডন কাউন্সিল এর মেয়র শেরওয়ান চৌধুরী গত রবিবার সেন্টার ফর এনআরবি অফিস পরিদর্শন করেন। পরিদশর্ন কালে চেয়ারপাসর্ন সেকিল চৌধুরী মেয়রকে সেন্টার এর বিভিন্ন কাযর্ক্রমের বিষয়ে অবহিত করেন।
মেয়র তার বক্তব্যে সেন্টারের কাজের প্রশংসা করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আবুল হোসেন, আব্দুল হালিম, এবিএম মোশতাক ও তাহেরুল ইসলাম।