প্রেমদিবসে ফের বিয়ে গৌরব-দেবলীনার?
বিনোদন ডেস্ক
এক বার বিয়েতে কি সন্তুষ্ট নন গৌরব চট্টোপাধ্যায়? খবর, আরও এক বার নাকি বিয়ে করতে চান তিনি!
এ বারের পাত্রী কে? দেবলীনা কুমার-ই। নিজের স্ত্রীকেই বিয়ে করবেন তিনি! তাই প্রোপোজ ডে-তে ঘটা করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আরও এক বার তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছেন উত্তমকুমারের নাতি। প্রস্তাব পেয়ে ভয়ানক চমকে গিয়েছিলেন স্বয়ং অভিনেত্রীই! গৌরব তো এই ধারার মানুষ নন! নিজের বিশ্বাস হওয়ার পর মঙ্গলবার তারই ছোট্ট ঝলক পোস্ট করেছেন দেবলীনা। চমকের কথাও স্বীকার করেছেন। নিজেই লিখেছেন- ‘বিশ্বাস করুন, ও মোটেই এই ধারার নয়। গৌরব কোনও দিন আমায় আনুষ্ঠানিক ভাবে প্রেম নিবেদন করেনি। বিয়ের কথা দূরে থাক! কখনও সখনও বলে ফেলে, ‘ভালবাসি’। বিয়ের ১৪ মাস পরে অবশেষে নিয়ম মেনে ফের বিয়ের প্রস্তাব দিচ্ছেন! তাও আবার দু’চাকায় (সাইকেলে) চেপে।
গোলাপ দিনেও একগুচ্ছ লাল, নরম গোলাপি রঙের গোলাপ বউকে উপহার দিয়েছেন গৌরব। সঙ্গে দুর্দান্ত একটি বার্তা। লিখেছেন- গোলাপ দিবসে ‘গোলাপবালা’কে উপহার। এই প্রথম তিনি বাড়িতে কারও জন্য গোলাপ কিনলেন! ভালবাসার সপ্তাহের প্রথম দিন থেকে এ ভাবেই একের পর এক চমক থাকছে দেবলীনার জন্য। মহানায়কের নাতবউমাও কমতি যান না। এ বার পালা তাঁর। বুধবার, চকোলেট দিবসের দিনে বিদেশি চকোলেট দিয়েছেন স্বামীকে। দিন মেনে উদযাপন চলছে তাঁদের।