নবীগঞ্জে যানজট নিরসনে অভিযান, জেল-জরিমানা
নবীগঞ্জ সংবাদদাতা
যানজট মুক্ত নবীগঞ্জ শহর গড়তে উপজেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে শহরে অভিযান পরিচালনা করেছে। এ সময় বিভিন্ন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
জানা গেছে- অভিযান চলাকালে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ এবং পৌর কর্তৃপক্ষের ওপর উস্কানি দেওয়ায় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ইজারাদারকে সাবধান করা হয়েছে, যাতে অবৈধভাবে কোনো প্রকার ফুটপাতে দোকান না বসানো হয়।
অন্যদিকে রুদ্র গ্রাম রোডে যাত্রী ছাউনিসহ যাত্রী ও গাড়ি শ্রমিকদের সু-ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।