বানিয়াচংয়ে ডাকাতির অভিযোগে জুয়েল গ্রেফতার
বানিয়াচং সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে জুয়েল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বানিয়াচং নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া জুয়েল উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লার মৃত আব্দুল্লাহ মিয়ার পুত্র।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান- গত ২০ ফেব্রুয়ারি রাত ২টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের শুটকি নামক স্থানে একটি ডাকাতি সংগঠিত হয়। ডাকাতারা হবিগঞ্জ চৌধুরী বাজারের আলু ব্যবসায়ী হাফিজুর রহমান ও তার ম্যানেজার বিক্রম শুক্ল বৈদ্যকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরবর্তীতে বানিয়াচং থানায় একটি ডাকাতি মামলা করা হয়। মামলা দায়ের করা পর অভিযানে নামে পুলিশ।
তিনি বলেন- একপর্যায়ে এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ডাকাত জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান- জুয়েলের বিরুদ্ধে বানিয়াচং থানায় আরো একাধিক ডাকাতি মামলা রয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জুয়েল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।