একটি শেষ না হতেই আরেকটিতে অপুর সঙ্গী জয়
বিনোদন ডেস্ক
অপু বিশ্বাসের সঙ্গে জুটি হয়ে ‘প্রেম-প্রীতির বন্ধন’ নামের একটি ছবির শুটিং করছেন চিত্রনায়ক জয় চৌধুরী। গত বছরের মে মাসে শুটিং শুরু হওয়া এই চলচ্চিত্রের কাজ এখনো শেষ হয়নি। একটি গান ও মারামারি দৃশ্যের শুটিং পুরোই বাকি রয়েছে। এরই মধ্যে অপু বিশ্বাস ও জয় আরেকটি সুখবর দিলেন। জানালেন, তাঁরা নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। কাল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রশাসনিক ভবনের সামনে অপু ও জয় চৌধুরীর নতুন চলচ্চিত্রের মহরত ও শুটিং শুরু হবে।
অপু বিশ্বাস ও জয় চৌধুরীর নতুন চলচ্চিত্রের নাম ‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’। এই ছবির পরিচালক দ্বীন ইসলাম। অপু বিশ্বাসের সঙ্গে আবারও চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন ভেবে ভীষণ আনন্দিত জয় চৌধুরী। তিনি জানান— প্রথম চলচ্চিত্রের শুটিং শেষ না হওয়ার আগে নতুন আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে পারাটা ভীষণ ইতিবাচক একটা ব্যাপার।
জয় বলেন— ‘আমি তো এ ব্যাপারকে প্রাপ্তি হিসেবেই দেখছি। কারণ, আমাদের জুটির প্রথম চলচ্চিত্রের শুটিং শেষ হতে না হতেই আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে। নিশ্চয় আমাদের কোনো কাজ ডিরেক্টর স্যারদের ভালো লেগেছে। শুনেছি, পরিচালক এফডিসিতে আমাদের শুটিং দেখেছেন। এটা সত্যিই একজন অভিনয়শিল্পী হিসেবে ভীষণ আনন্দের। আমরাও আমাদের কাজের পরিধি আরও বাড়াতে চাই। আগামী ঈদে আমাদের “প্রেম-প্রীতির বন্ধন” চলচ্চিত্র মুক্তি পাবে। আশা করছি, দর্শকও আমাদের জুটিকে ভালোভাবে গ্রহণ করবে।’
জয় জানান— অপু বিশ্বাসের সঙ্গে তিনি প্রথম অভিনয় করেন ‘হিটম্যান’ চলচ্চিত্রে। সেটিতে জুটি ছিলেন না তাঁরা। ‘প্রেম-প্রীতির বন্ধন’ তাঁদের জুটি হয়ে প্রথম চলচ্চিত্র। এ ছবির কাজ করতে গিয়ে জ্যেষ্ঠ অভিনয়শিল্পী অপু বিশ্বাসের কাছ থেকে বেশ ভালোই সহযোগিতা পেয়েছেন জয়। তিনি বলেন— ‘আগেও কাজ করেছি। তবে এবার বিপরীতে অভিনয় করতে গিয়ে দেখলাম, অপুদি কাজের ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল। আশা করছি, আমাদের দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।’
‘ট্র্যাপ: দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে। কাল থেকে টানা ১৫ মার্চ পর্যন্ত শুটিং চলবে। প্রথম দুদিন এফডিসি, এরপর ঢাকার উত্তরা কয় দিন শুটিং করে আবার এফডিসিতে হবে—এমনটাই জানালেন পরিচালক।