দোয়ারাবাজারে শ্রেণিকক্ষ তালাবদ্ধ: অধ্যক্ষকে শোকজ
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকার অভিযোগে অধ্যক্ষকে শোকজ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে— দীর্ঘ ২ বছর পর বুধবার (২ মার্চ) সারাদেশে একাদশ শ্রেনীর নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার কথা থাকলে ও বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ ব্যক্তিগত কারনে ওই প্রতিষ্ঠানের একাদশ শ্রেনীর ক্লাস বন্ধ রাখেন।
দোয়ারাবাজারে সরকারি নিষেধ অমান্য করে একাদশ শ্রেনীতে তালাবদ্ধ শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে উপজেলা শিক্ষা অফিসার বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজির আহমদকে শোকজ করা হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া জানান— সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ নাজির আহমদকে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।