বিশ্বনাথে দৌলতপুর ট্রাস্টের চতুর্থ শিক্ষাবৃত্তি প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ৪র্থ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) দুপুরে দৌলতপুর দারুসসুন্নাহ দাখিল মাদরাসার হলরুমে আনুষ্ঠানিকভাবে দৌলতপুর ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদরাসার গরিব ও মেধাবী ৮৬জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮০হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন— ট্রাস্টের জেনারেল সেক্রেটারি, যুক্তরাজ্যের নরউইচ নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ডেইলি সিলেট সংবাদ ডটকম’র প্রকাশক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোহাব্বত শেখ।
বক্তব্যে তিনি বলেন— ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’ দৌলতপুর ইউনিয়নের শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবছর ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬জন শিক্ষার্থীকে ২লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। আগামীতে আরও বেশি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিতে সম্পৃক্ত করা হবে। এ জন্য দৌলতপুর ইউনিয়নের সকল প্রবাসীদের সহযোগীতাও কামনা করেছেন তিনি।
‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মখলিসুর রহমানের সভাপতিত্বে ও চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী, ট্রাস্টের ট্রাস্টী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ট্রাস্টী আবুল হোসেন মামুন, দৌলতপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহাব উদ্দিন, চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনহার আলী ও সহকারি শিক্ষক আলতাফ হোসেন।
এর আগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি আবদুল হামিদ খান সুমেদ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র বাহা উদ্দিন মাছুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— দৌলতপুর দারুচ্ছুন্নাহ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মখলিছুর রহমান, সহসভাপতি কুটি মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ চৌধুরী, সদস্য লুৎফুর রহমান ট্রাস্টের সহকারী ট্রেজারার জাহির আলী, প্রবাসী শেখ মোতাব্বির হোসেন, শিক্ষানুরাগী আব্দুল মুমিন কালু, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ ও নজরুল ইসলাম।
সভা শেষে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এরপর ট্রাস্টের ট্রেজারার প্রবাসী কদর উদ্দিনের উদ্যোগে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।