কোরআন হিফজ করে পাগড়ী পেয়েছে মোজাক্কির হুসাইন
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের মো. লালা মিয়া ও মোছা. সোনারা বেগম দম্পতির ছেলে এবং এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর সেলিম জে আহমেদ’র ফুফাতো ভাইয়ের ছেলে (ভাতিজা) মো. মোজাক্কির হুসাইন পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করেছে।
হাফিজ মোজাক্কির হুসাইনের এমন সাফল্যে তার পিতা-মাতা ও আত্মীয় স্বজনরা খুবই আনন্দিত হয়েছেন। তার উজ্জল ভবিষ্যৎ ও আলোকিত জীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করায় বিশ্বনাথের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া মোহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসা’র পক্ষ থেকে সম্প্রতি হাফিজ মোজাক্কির হুসাইন’র মাথায় আনুষ্ঠানিকভাবে পাগড়ী পরিয়ে দেওয়া হয়।
এদিকে, হাফিজ মোজাক্কির হুসাইনের এমন সাফল্যে তার পিতা-মাতা ও আত্মীয় স্বজনরা খুবই আনন্দিত হয়েছেন।
দানবীর সেলিম জে আহমেদ ‘দৈনিক সময় সিলেট’ এর বার্তাকক্ষে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ভাতিজা হাফিজ মোজাক্কির হুসাইনের উজ্জ্বল ভবিষ্যৎ ও আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে তার পিতা-মাতা ও পরিবারের পক্ষ থেকে নিকটাত্মীয়, বন্ধমহল ও পরিচিতজন’সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের নিকট আন্তরিক দোয়া চেয়েছেন।