ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ধরা পড়ল দুই ডাকাত
মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জে মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের অদূরে ডাকাতি করার প্রস্তুতিকালে পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। রবিববার ভোররাতে ওই এলাকার রাস্তার ওপর থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মাধবপুর পৌর এলাকার কাজল মিয়া (২৬) ও রিপন ঘোষ (২৫)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ডাকাত গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান— গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ পরিদর্শক ফজলে রাব্বির নেতৃত্বে এক দল পুলিশ রোববার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় ৩টি রামদা, ১টি চাপাতি, ১টি ছুরি এবং ২টি বাঁশরে হাতলযুক্ত ফিকল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা হাওরে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের রবিরার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।