নবীগঞ্জে ছাত্রীকে উত্যক্তের দায়ে গাড়ি চালক ও হেলপারের কারাদণ্ড
নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে গোপলা বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বুধবার রুস্তমপুর মাদ্রাসার এক ছাত্রীকে উত্যক্ত করে গাড়িচালক ও হেলপার। ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা গাড়ি চালক ও হেলপারকে আটক করে উপজেলা প্রশাসনকে অবগত করেন।
পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে গাড়ি চালক মোহাম্মদ রফিক মিয়া (২৭) কে ১৮৬০ দন্ডবিধি ৫০৯ ধারা ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তার সহকারি শাকিব হাসান (২২) কে ৫০৯ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এতে সার্বিক সহযোগিতা প্রদান করে নবীগঞ্জ থানার এক দল পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন— উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।