বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাগীব-রাবেয়ায় রক্তদান কর্মসূচীর আয়োজন
সংবাদ বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম দাউদ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন— জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।