বঙ্গবন্ধুর জন্মদিনে শাবি পিএমই বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট
শাবি সংবাদদাতা
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এ খেলায় ফ্লেমিং কোয়াটোর্জ ও ইনফার্নো ইলেভেন নামে দুই দল অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন বিভাগের প্রধান এবং পিএমই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার।
তিনি বলেন— বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ভবিষ্যৎ কারিগর। যাদের হাত ধরেই এগিয়ে যাবে সোনার বাংলাদেশ। খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়, মন প্রফুল্য রাখে ও নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। এক কথায় দক্ষ নাগরিক গড়ায় খেলাধুলার ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে উৎসর্গ করে পিএমই বিভাগের আয়োজনে এ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ফ্লেমিং কোয়াটোর্জ ৯ উইকেটে ইনফার্নো ইলেভেন কে পরাজিত করে জয়লাভ করেন।
তিনি আরও বলেন— আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে আমরা একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ পেতাম না। যার বলিষ্ঠ কন্ঠস্বরে সেদিন সাড়ে সাত কোটি বাঙ্গালী বাংলার স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পরেছিল। যারফলে আমরা একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এসময় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এর আগে সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন— বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট খেলার উদ্বোধন করেন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ হাওলাদার।
এসময় আরও উপস্থিত ছিলেন— পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকারিয়া, সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান সহ অন্যান্য বিভাগের অন্য শিক্ষকবৃন্দ।