কানাইঘাটে বৃটিশ পুলিশের গুলিতে নিহতদের স্মরণে দোয়া
সংবাদ বিজ্ঞপ্তি
১৯২২ সালের ২৩ মার্চ কানাইঘাট ইসলামিয়া মাদরাসা মাঠে তৎকালীন স্থানীয় বৃটিশ প্রশাসনের নির্দেশে পুলিশের গুলিতে নিহত ৬ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ২টায় সিলেটের কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে কানাইঘাট ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আয়োজনে ১৯২২ সালের ২৩ মার্চ সংঘটিত ঘটনার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কানাইঘাট মাদ্রাসার শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরীর সভাপতিত্বে ও ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আহবায়ক মাওলানা মুহতাসিম বিল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী, মাদ্রাসার মুহাদ্দিস সামসুদ্দিন দুর্লভপুরী, শিক্ষক আব্দুল হক গোবিন্দপুরী, কারী হারুন রশীদ চতুলী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সদস্য সচিব সাংবাদিক মাহবুবুর রশিদ, সাংবাদিক মুমিন রশীদ, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আসাদ উদ্দিন, জুনায়েদ শামসীসহ মাদ্রাসার ছাত্র শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী।