২৫ মার্চ স্মরণে শ্রুতি সিলেটের “আঁধার ভেঙে আসুক আলো”
সংবাদ বিজ্ঞপ্তি
বাঙালি জাতি তথা মানব সভ্যতার ইতিহাসে এক কালিমালিপ্ত বেদনাবিধুর রাত ২৫ মার্চ। ১৯৭১ সালের এই রাতে বাঙালির জীবনে এক বিভীষিকাময় রাত নেমে এসেছিল। সেই বিভীষিকাময় ২৫ মার্চ কালরাত্রি স্মরণে শ্রুতি সিলেট প্রতিবারের মত আয়োজন করে “আঁধার ভেঙে আসুক আলো”। রাত ৯.০১ মিনিটে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর বীর মুক্তিযোদ্ধাদের হাত থেকে আলোক শিখা গ্রহণ করেন এই প্রজন্মের প্রতিনিধিরা।
চপল কুন্ডু এবং স্রোতস্বিনী স্নেহার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন— সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত।
আলোচনা সভার পরপর গান ও আবৃত্তিতে স্মরণ করা হয় ২৫ মার্চের কালরাত্রির সেই ক্ষণটিকে।