দোয়ারায় সমুজ আলী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম সমুজ আলীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) সকাল ১১ ঘটিকায় প্রতিষ্ঠানের হল রুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সমুজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অসীম মোদকের সভাপতিত্বে সহকারী অধ্যাপক রোকনুজ্জামানের পরিচালনায় আলোচনায় উপস্থিত ছিলেন— সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজান মাষ্টার, সাবেক গভার্নিংবডির সভাপতি হারুন অর রশীদ, সাবেক গভার্নিংবডির সদস্য আতর আলী, ফরহাদ আলম, জামাল উদ্দিন, আব্দুল হাই বিলাত, প্রতিষ্ঠাতা মরহুম সমুজ আলীর ছেলে পারভেজ হোসেন, প্রভাষক ছোয়াব মিয়া, প্রভাষক জালাল উদ্দিন, সাদেক মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন— সহকারী প্রধান শিক্ষক ব্রজলাল দে, সেকান্দর আলী, মোহিত মিয়া, মোতালেব। এছাড়াও স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বরকত নগর পারিবারিক কবরস্থানে শ্রদ্ধাঞ্জলী ও কবর জিয়ারত করা হয়।