সিলেট জেলা বিএনপিতে চমক : নেতৃত্বে কাইয়ুম-এমরান
স্টাফ রিপোর্টার
কাউন্সিলরদের ভোটে চমক দেখিয়ে সিলেট জেলা বিএনপির নতুন সভাপতি হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তাঁর মতো চমক দেখিয়ে সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শামিম আহমদ।
মঙ্গলবার (২৯ মার্চ) সিলেট জেলা বিএনপির সম্মেলন শেষে কাউন্সিলে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন কাউন্সিলররা।
এক হাজার ৮১৮ জন কাউন্সিলরের মধ্যে এক হাজার ৭২৬ জন কাউন্সিলর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
বিএনপির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল গফফার জানান— কাউন্সিলে ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কাহের চৌধুরী শামীম পান ৬৭৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ৭৯৮ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও আগের কমিটির সাধারণ সম্পাদক আলী আহমদ পান ৫৭৩ ভোট। এ ছাড়া এই পদে মো. আব্দুল মান্নান ৮১ ভোট এবং আ ফ ম কামাল পান ৭২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ৬২৩ ভোট পেয়ে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পান।
এর আগে সকাল সোয়া ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা।