গণতন্ত্র পুনরুদ্ধার করাই স্বাধীনতা দিবসের মূল লক্ষ্য: পোর্তো বিএনপি
অতিথি সংবাদদাতা

রনি মোহাম্মদ, লিসবন (পর্তুগাল) থেকে : পর্তুগালের বন্দর নগরী পোর্তো শাখা বিএনপির আয়োজনে বুধবার (৩০ মার্চ) পোর্তোর স্থানীয় চার তারকা হোটেল ভিলা গালায় ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পোর্তো বিএনপির সভাপতি কাজল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম লিটনের যৌথ পরিচালনায় জাতীয় সংগীত এবং পবিত্র কোরআনের তেলোয়াতের মধ্যে দিয়ে সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন— কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন— কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
এছাড়াও উপস্হিত ছিলেন— আকুল মিয়া জার্মান বিএনপির সভাপতি, হামিদুর নাসির সাবেক সভাপতি আয়ারল্যান্ড বিএনপি, ইউসুফ তালুকদার সাধারণ সম্পাদক পর্তুগাল বিএনপি, রেজাউল করিম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক ফ্রান্স বিএনপি, আবু জাফর রাসেল সাংগঠনিক সম্পাদক স্পেন বিএনপি, মনজুরুল হোসেন জিন্না, শেখ খালেদ মিনহাজ, ছায়েফ আহমেদ সুইট যুগ্ম সাধারণ সম্পাদক পর্তুগাল বিএনপি, ফারুক আহমেদ লিটন সাংগঠনিক সম্পাদক পর্তুগাল বিএনপি, হাবিবুর রহমান সাংস্কৃতিক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি, সুমন আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক পর্তুগাল বিএনপি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন— জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি সেই জন্যই বর্তমান আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃত করে প্রকৃত সত্য লুকোনোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
তারা আরেও বলেন— দেশে বাকস্বাধীনতা নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। ভারতের সাথে লুকিয়ে প্রতিরক্ষা চুক্তি করে দেশে নানান নাটক সাজানো হচ্ছে। বাংলাদেশ আজ মুক্তি চায়। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতাসহ সবকিছু লুপ্ত হয়ে গেছে, দেশে নয় প্রবাসেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ করে নতুন করে গণতন্ত্র এবং ভোটের স্বাধীনতা আদায়ের লক্ষ্যে নতুন যুদ্ধে নেমে পড়তে হবে।




