দ্রব্যেমূল্য কমানো ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ৫ দলের মানববন্ধন
সময় সিলেট ডেস্ক

চাল, ডাল, তেল’সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরমূল্য কমানো ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার দাবীতে ১৪ দলীয় জোটের শরীক প্রধান ৫ দলের উদ্যোগে বুধবার (৩০ মার্চ) বিকাল ৪ টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাম্যবাদী দলের সিলেট জেলার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহের সভাপতিত্বে ও জাসদের সিলেট জেলার সাধারণ সম্পাদক কে এম কিবরিয়ার সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন— গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি কমরেড সিকান্দর আলী, জাসদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির সিলেট মহানগরের সদস্য সচিব শ্যামল কপালী, ন্যাপের সিলেট জেলার সাধারণ সম্পাদক ইসমত ইবনে ইসহাক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— সাম্যবাদী দলের নেতা আফরোজ আলী, ব্রজ গোপাল চৌধুরী, জাসদ মহানগরের আবদুল হাসিব, মহিউদ্দিন আহমেদ, গনতন্ত্রী পার্টির জুনেদুর রহমান, গুলজার আহমেদ, মাসুম আহমেদ, আজিজুর রহমান খোকন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক ম-লী সদস্য কমরেড দীনবন্ধু পাল, অজিৎ দেবনাথ, সদস্য মুহিতুষ চৌধুরী প্রসাদ, আব্দুল্লাহ খোকন, আলমগীর হোসেন রুমেল প্রমুখ। এছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, জাসদ, সাম্যবাদী দল ও ন্যাপ, সিলেটের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা বলেন— সরকার নিজ দলীয় সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ করে দিচ্ছে। মেগা উন্নয়নের নামে তারা জাতির সাথে প্রতারণা করছে। নিত্যপণ্যের ক্রয় ক্ষমতা ক্রমশই মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এভাবে কোন দেশ চলতে পারেনা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ এই সরকারের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন— স্বাধীনতার ৫০ বছর পরেও বৈষম্য বেড়েই চলেছে। আয়ের সাথে অসঙ্গতহীন ব্যক্তিবর্গদের কারণে গণমানুষের মৌলিক অধিকার অরক্ষিত। শীর্ষ দুনীতিবাজ ও লোটপাটকারীদের কারণে দারিদ্র বিমোচন, ক্ষুদামুক্ত বাংলাদেশ নির্মাণ আজ বড়ই চ্যালেঞ্জ। করোনা মহামারীর এই বিপদ কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ খুবই জরুরী।




