জামালগঞ্জে বিভাগীয় কমিশনারের সাথে সকল বিভাগীয় প্রধানের মতবিনিময়
জামালগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্প ও সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে উপজেলা পর্যায়ের সকল বিভাগীয় প্রধানের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন— সিলেট বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হুসেন।
উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আব্দুল আহাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রধান অতিথি বলেন— আমাদের সামনে বোরো ফসল তোলার অপেক্ষা। তাই হাওরের বেড়িবাঁধ নির্মাণে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে তা দ্রুততম সময়ে সুন্দর সমাধান করতে হবে। বোরো ধানের চাষ আবাদের পাশাপাশি পতিত জমিগুলোতে আরো রবিশস্য চাষ করার আহ্বান জানান তিনি।