নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ সংস্কার কাজে অসন্তোষ প্রকাশ
জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ তদারকি করছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা।
রবিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক অমিত দেব ও হাওর বাঁচাও আন্দোলন নেতা সাংবাদিক আলী আহমদ নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ পরিদর্শন করে কৃষক ও প্রকল্প বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন।
পরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজ তদারক উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামকে হাওরের ফসল রক্ষা কয়েকটি বেড়িবাঁধে কাজের মান ভালো না হওয়া নিয়ে তাদের মতামত তুলে ধরে দ্রুত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো টেকসই করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ফসল রক্ষা বেড়িবাঁধ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এ সময় নলুয়ার হাওর ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শানন্তা ইসলাম, সাবেক মেম্বার আহমেদ আলী, জুয়েল মিয়া উপস্থিত ছিলেন।