দোয়ারাবাজারে নিখোঁজের দু’দিন পর বালু শ্রমিকের লাঁশ উদ্ধার
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজারের চেলা নদীতে গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) বালুভর্তি নৌকা ডুবে মাঝি নানু মিয়া (২৮) নিখোঁজ হন। নিখোঁজের দু’দিন পর নানু মিয়ার মৃত দেহ উদ্ধার করেছে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস।
নিহত নানু মিয়া পার্শ্ববর্তী ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের আশক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়— নৌকার স্বত্বাধিকারী ও মাঝি নানু মিয়াসহ তিনজন বালু শ্রমিক মঙ্গলবার বিকাল ২টার দিকে বালুভর্তি স্টিলবডি নৌকাসহ ছাতকের উদ্দেশ্য যাচ্ছিলেন।
এ সময় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমের পাড়া গ্রাম এলাকায় চেলা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে হঠাৎ অবস্থা বিপদজনক দেখে প্রাণ রক্ষার্থে নদীতে ঝাঁপিয়ে পড়েন সবাই।
পরে নানু মিয়া ছাড়া অন্য সবাই সাঁতরিয়ে নদীর তীরে উঠেলেও নানু মিয়ার দেখা মিলেনি। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর সুনামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।
আজ সকাল টানা দুইঘন্টা নদীতে খুঁজাখুঁজির পর ১১ টা ১০ মিনিটে লাঁশ উদ্ধার করে পাঁচ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ (স্টেশন অফিসার) নিউটন দাস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।