রোজা রেখেই বেনজেমার হ্যাটট্রিক : গড়লেন গোলের রেকর্ড
স্পোর্টস ডেস্ক
এখন পবিত্র মাহে রমজান মাস। এদিকে নিয়মিতই রোজা রাখেন ফ্রেঞ্চ তারকা ফুটবলার ও রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড করিম বেনজেমা। আজ রোজা রেখেই বেনজেমা উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেমেছিলেন চেলসির বিপক্ষে।
আর এদিন রোজা রেখেই করিম বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিক করলেন। তার হ্যাটট্রিকেই ৩-১ গোলে রিয়াল মাদ্রিদ হারিয়েছে চেলসিকে। এদিন বৃষ্টিবিঘ্নিত স্টামফোর্ড ব্রিজে এদিন ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের হয়ে এদিন তিনটি গোলই করেছেন করিম বেনজেমা। ম্যাচের ২১, ২৪ ও ৪৬ মিনিটে বেনজেমা গোলগুলো করেন। এই হ্যাটট্রিকের সাথে সাথে চ্যাম্পিয়ন লীগ স্টেইজে ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক করলেন এই করিম বেনজেমা। এর আগে চ্যাম্পিয়ন লীগের দ্বিতীয় রাউন্ডের সেকেন্ড লেগে পিএসজির বিপক্ষেও অসাধারণ হ্যাটট্রিক করেছিলেন বেনজেমা।
আর এরই সাথে এদিন চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে ৮০ + (৮২ গোল) গোলের এক অনন্য রেকর্ড গড়লেন করিম বেনজেমা। এই সিজনে ৪৩ ম্যাচে ৪২টি গোলের সাথে বেনজেমা করেছেন ১৩টি এসিস্ট।