মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. ইসমাইল হোসেন ভুইয়ার নেতৃত্বে একদল পুলিশ দশ কেজি গাঁজাসহ হৃদয় মিয়াকে (২৪) গ্রেফতার করে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের উত্তর সমজদিপুর গ্রামের মো. আবু মিয়ার বাড়িতে এই অভিযান চালানো হয়।
হৃদয় মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের মো. বেনু মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান— গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।