সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট নগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) আল-হামরা শপিং সিটির বাফেট প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মোক্তার আহমদ।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খায়রুল আলম, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এম এ মতিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান হোসেন, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমদ, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহানগর শ্রমিকলীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, বিএনপি নেতা আজমল বখত চৌধুরী সাদেক, সাংবাদিক শাহ দিদার আলম নবেল, সাংবাদিক মুহিত চৌধুরী, সিলেট রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি খালেদ আহমদ, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক শাহ আহমেদুর রব, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক রাসেল আহমদ, জেলা ক্রীড়া সংস্থার হানিফ আলম, ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মুনিম মল্লিক মুন্না, যুগ্ম আহ্বায়ক নিয়াজ মো. আজিজুল করিম, সদস্য সচিব রাসেল আলী, সদস্য মো. জাকারিয়া, ইমরুল, রিহাদুল হাসান রুহেল, সৈয়দ রাজন আহমদ, মুন্না আহমদ, মো. মারুফ আহমেদ, আব্দুস সালাম তুহেল।