শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই
শান্তিগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের আমদাবাদ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্তরা হলেন— স্থানীয় আমদাবাদ গ্রামের সাদির আলী, শাহজাহান মিয়া ও ফুরকান আলী।
জানা যায়— রান্না করতে গিয়ে অসতর্কতাবশত বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিক। একে একে ২টি বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ এতে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে দুটি পরিবার। এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্তরা জানান— আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন মাথাগোঁজার টাই নেই আমাদের। আমরা সবাই নিঃস্ব হয়ে গেলাম।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান। তিনি ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ এবং খাদ্য সহায়তা দেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জিসান জানান— খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো গেলেও ঘর থেকে কোনো জিনিসপত্র বের করা যায়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।