দক্ষিণ সুরমা সমিতি ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
যুক্তরাজ্যের মোলভেলী ডিস্ট্রিক্ট কাউন্সিল সারে এর সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হক বলেছেন— প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রবাসীদের পাঠানো রেমিডেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে।
তিনি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়ন ও সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশিষ্ট মুরব্বী হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট সৈয়দ মাহবুব আলম, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মো. মখন মিয়া, গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী আশরাফ, এপিপি এডভোকেট মো. শাহীনুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী আলী আশরাফ শামীম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক এম. সারওয়ার হোসেন সৌরভ, ইউপি সদস্য জাকির হোসেন, সাহেদ আহমদ, মুর্শেদ খান, সামসুল ইসলাম মিলন, বেলাল আহমদ, মহিলা ইউপি সদস্য লিপি বেগম, বকুল বেগম, হাসি রাণী, আলী আহমদ রাজু প্রমুখ।