বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি
সময় সিলেট ডেস্ক
দেশে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে। শনিবার রাত ৯টায় এযাবৎকালের সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১২ এপ্রিল) দেশে সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। রবিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বলেন— মঙ্গলবার রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। তিনি বলেন— গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন বাড়ানো হয়েছে।