আইডিইবির সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন— মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে আমাদেরকে ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনীয়াররা দেশের অবকাঠামোগত উন্নয়নের রূপকার।
তিনি বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে নগরীর আরামবাগস্থ একটি অভিজাত কনভেনশন হলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (ঢাকা অঞ্চল) বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এ কে এম আবদুল মোতালেব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (সিলেট অঞ্চল) প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, আইডিইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন— এস কিউ ক্যাবলস্ এর ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাছুম, সেভেন রিংস সিমেন্ট এর সিনিয়র ম্যানেজার (ডিলার এন্ড ডিস্ট্রিবিউটর) মো. মোরশেদ আলম।
আইডিইবি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন— প্রকৌশলী মো. মঈনুল ইসলাম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন— আইডিইবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দিন আহমেদ। মোনাজাত পরিচালনা করেন— পিডিবির সহকারী প্রকৌশলী মো. শাসছুল ইসলাম।
এর আগে বিকেল ৩টায় একই স্থানে আইডিইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে আইডিইবির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।