‘ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী লা পেন পুতিনের প্রভাব বিক্রি করছেন’
আন্তর্জাতিক সময়

ফ্রান্সের প্রেসিডেন্ট পদপ্রার্থী মারিন লা পেনের চরম ডানপন্থি দল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রভাব বিক্রি করছেন বলে অভিযোগ তুলেছেন ক্রেমলিনের অন্যতম সমালোচক আলেক্সি নাভালনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানান।
নাভালনি ফ্রান্সের ভোটারদের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে দ্বিতীয়বার নির্বাচিত করার আহ্বান জানিয়ে টুইটারে ম্যাক্রোঁর প্রতিদ্বন্দ্বি লা পেনের ন্যাশনাল র্যা লি পার্টির বিরুদ্ধে ফার্স্ট চেক রাশিয়ান ব্যাংক থেকে নয় মিলিয়ন ইউরো ঋণ নেওয়ার অভিযোগ তোলেন। ওই বিষয়টি নাভালনি ‘পুতিনের কুখ্যাত অর্থ পাচারের তরিকা’ হিসেবে অভিহিত করেছেন।
নাভালনি বলেন— এটা দুর্নীতি। এটা পুতিনের রাজনৈতিক প্রভাব বিক্রি।
অবশ্য এ ব্যাপারে লে পেনের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডের ভোট হচ্ছে ২৪ এপ্রিল। ওইদিন সেদিন ভোটাররা এই দু’জন প্রার্থীর একজনকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন।




