মুসলিমরা আমার সরকারকে শক্তিশালী করেছে: জো বাইডেন
আন্তর্জাতিক সময়

ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে সোমবার মুসলিমদের সম্মানে হোয়াইট হাইজে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে বলেন— মুসলিমরা তার দেশ বিশেষ করে তার সরকারকে শক্তিশালী করেছেন। খবর ভয়েস অব আমেরিকার।
জো বাইডেন বলেন— মুসলিমরা এখনও তাদের ধর্মের জন্য সারা পৃথিবীতে নানারকম প্রতিকূল পরিস্থিতির শিকার হচ্ছেন। তবে এ কথা স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই যে, এই সংখ্যালঘুরা তাঁর সরকারের শক্তিও।
তিনি মনে করেন— ধর্ম কখনওই কোনো ভেদাভেদের কারণ হতে পারে না। তার নিজের দেশে এই মনোভাব এখনও কিছুটা দূর হওয়া প্রয়োজন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।




