জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই: পরিকল্পনামন্ত্রী
শান্তিগঞ্জ সংবাদদাতা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন— কর্ম করে খাওয়ার মাঝে কোন লজ্জা নেই, হোক সেটা মৎস্য আহরন, কৃষি কাজ, রিক্সা চালানো অথবা স্যানিটারীর কাজ। কোন কাজই ছোট করে দেখা উচিত নয়। জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। যেকোন ধরনের প্রশিক্ষণ যেমন কম্পিউটার, ইলেকট্রিক, স্যানেটারী, কৃষি, হাঁস মুরগী পালন জানা থাকলে বিশ্বের যেকোনো জায়গায় ভালভাবে থাকা যায় বা ম‚ল্যায়নও পাওয়া যায়।
বৃহস্পতিবার সকাল ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ২ মাস ব্যাপী কম্পিউটার বেসিক কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন— সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানুর আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন— শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আল মাহমুদ সুহেল, সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।