জগন্নাথপুর কলকলিয়া বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলকলিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন— জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন— কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আলাল হোসেন রানা।
কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি হারুন মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর থানার এসআই আবদুস ছত্তার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ, আ.লীগ নেতা শাহ আলম, ইউপি সদস্য মাহবুবুল হাসান মোহন, সাবেক ইউপি সদস্য তারা মিয়া প্রমূখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন— সাবেক ইউপি সদস্য মির্জা আবদুল লতিফ।