সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান : অবৈধ পণ্য জব্দ
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের একাধিক সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের পণ্য জব্দ করেছে বিজিবি।
চিনাকান্দি বিওপির টহল দল ১০ মে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডোয়ার নামক স্থান হতে ৪৩ কেজি বাংলাদেশী শিং ও মাগুর মাছ আটক করে, যার আনুমানিক মূল্য ৮,০৫০/- টাকা।
পেকপাড়া বিওপির টহল দল ঐদিনই দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পশ্চিম পেকপাড়া নামক স্থান হতে ৭ কেজি ভারতীয় সুপারি আটক করে, যার মূল্য ১,৪০০/- টাকা।
মাটিরবান বিওপির টহল দল ১১ মে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ি নামক স্থান হতে ৪টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ, টাকা।
চারাগাঁও বিওপির টহল দল ১১ মে একই দিন তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ৪৫ লিটার ভারতীয় কেরোসিন তৈল এবং ১টি জারিক্যান আটক করে, যার আনুমানিক মূল্য ৪,৩২৫/- টাকা।
আটককৃত ভারতীয় সুপারি, গরু, কেরোসিন তৈল, জারিক্যান ও বাংলাদেশী শিং ও মাগুর মাছ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন— সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান।