সুনামগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন— বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে এগুতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নেই। আজকের বিশ্বে বড় বড় যা কিছু আবিষ্কার হয়েছে তা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করেই। আমাদের ও বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
শনিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম। প্রধান অতিথি ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাঈদ সাইফুল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন— সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাহরিয়ার আশরাফ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ বিভিন্ন প্রদর্শনী দেখেন। সুনামগঞ্জ জেলার কলেজ ও স্কুলের মোট ২২ টি প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করে।