কুশিয়ারার পানি বাড়ছে: নবীগঞ্জে রাত জেগে বাঁধ পাহারা
নবীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ গালিমপুর বাজারে হাঁটুপানি এবং মাধবপুর-গালিমপুর গ্রামের সিংহভাগ বাড়িঘরে পানি উঠেছে। এছাড়া আরও কয়েকটি এলাকায় নদীর পানি প্রবেশ করেছে। পানি বৃদ্ধি পেলে কুশিয়ারা ডাইক (নদীর তীর রক্ষা বাঁধ) ঝুকিঁতে পড়ার সম্ভাবনা রয়েছে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। তিনি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার’সহ গ্রামবাসীকে নিয়ে প্লাবিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি রাধাপুর বাঁধ পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তার বিষয়ে অবগত করেন। পানি উন্নয়ন বোর্ডকে রবিবার থেকেই বাঁধের কাজ শুরু করার অনুরোধ করেন। সেইসঙ্গে রাতে বাঁধ পাহারা ও তাৎক্ষণিক কোনো পরিস্থিতি তৈরি হলে ইউএনও কার্যালয়ে জানানোর জন্য ব্যবস্থা করেন।
এ সময় তিনি বলেন— নবীগঞ্জের প্রায় সকল ডাইকে ৩ ফুট পানি বৃদ্ধি পেলে উপচে আসার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়রা জানান— কুশিয়ারা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে নদীর তীরবর্তী মথুড়াপুর, আহমদপুর, জামারগাঁও পয়েন্ট, গালিমপুর ও মাধবপুর এলাকা প্লাবিত হয়েছে। মথুড়াপুর গ্রামের মকছুদ মিয়ার ঘরের ভেতরে পানি প্রবেশ করেছে। গালিমপুর বাজারে হাঁটুপানি রয়েছে।
এছাড়া মাধবপুর-গালিমপুর এলাকায় শতকারা ৮০ ভাগ মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন— ওয়ার্ড ইউপি সদস্য আকুল মিয়া।