বিশ্বনাথে ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র নগদ অর্থ বিতরণ
সময় সিলেট ডেস্ক
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্যা কবলিত দারিদ্র মানুষের মাঝে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত ও আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে ট্রাস্টের বাংলাদেশ কমিটির প্রতিনিধিদের ব্যবস্থাপনায় আকস্মিক পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ বিতরণ করা হয়।
যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা (সাবেক) সভাপতি, এসএমএস মিডিয়া লিমিটেড-এর চেয়ারম্যান, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি দানবীর সেলিম জে আহমেদ এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোছা. কলসুমা আহমেদ দম্পতির একক অর্থায়নে এলাকার দুঃস্থ বন্যাকবলিতদের মাঝে এই নগদ অর্থ সহায়তা বিতরণ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির অর্থ সম্পাদক মামুন আহমদ।
বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণের সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২নং খাজাঞ্চী ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান হবিবুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য বখতিয়ার আহমদ, ৫নং ওয়ার্ড সদস্য আব্দুর রব রাজু, ৬নং ওয়ার্ড সদস্য রইসুল ইসলাম, ৮নং ওয়ার্ড সদস্য ফজলুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামি স্কলার, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদী উপস্থিত ছিলেন এবং অর্থ বিতরণে সহায়তা প্রদান করেন।
এছাড়া বিতরণে আরো অংশ নেন— সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ কমিটির সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর, অর্থ সম্পাদক মামুন আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, সাংবাদিক মুহাম্মদ সায়েস্তা মিয়া, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, মোহাম্মদ আলী প্রমুখ।