পাঁচ ডায়াগনষ্টিক সেন্টার-হাসপাতাল বন্ধ করল প্রশাসন
মাধবপুর সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বন্ধ করেছে।
শনিবার (২৮ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুনের নেতৃত্বে মাধবপুর পৌরসভার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়।
অভিযানকালে তিতাস হাসপাতাল-২ (উসমান খান বিল্ডিং), প্রাইম হাসপাতাল, সেবা ডায়াগনষ্টিক, এ্যাপোলো ডায়াগনষ্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না করায় এবং হক ডায়াগনষ্টিক সেন্টারের কোনো বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পাঁচটি বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে বলেন— সংশ্লিষ্টরা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর লাইসেন্স নবায়ন করা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন।