সেভেরোদোৎস্কের ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রেসিডেন্ট জেলেনস্কি
আন্তর্জাতিক সময়

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের প্রধান শহর সেভেরোদোনেৎস্কের পরিণতিও বন্দরনগরী মারিউপোলের মতো হতে যাচ্ছে বলে আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রবিবার রাতের ভাষণে ওই শহরের ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জেলেনস্কি বলেন— সেভেরোদোনেৎস্ক শহরের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন— সেভেরোদোনেৎস্ক দখল করাই এখন দখলদার রুশ বাহিনীর প্রধান কাজ। আমরা এই শহর ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু রুশ সেনারা হতাহতের বিষয়টি নিয়ে কোনো চিন্তাই করছে না।
অবস্থা এমন যে সেভেরোদোনেৎস্ক হতে পারে পরবর্তী মারিউপোল, যেখানে ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণ করার আগে প্রায় তিন মাস রুশ সেনাদের কাছে বন্দি অবস্থায় ছিল।
সূত্র : আল-জাজিরা




