দোয়ারাবাজারে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজারের বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ-এর বিরুদ্ধে শিক্ষকদের সাথে অসৌজন্য মূলক আচরণ ও অপমানের অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ মে) কলেজের সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ অধ্যক্ষের বিরুদ্ধে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে শিক্ষকরা উল্লেখ করেন— উপজেলার বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজির আহমদ দায়িত্ব পাওয়ার পর থেকে নানা অসৌজন্য মূলক ও রূঢ় আচরণ এবং অমার্জিত ভাষার মাধ্যমে মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছি। অধ্যক্ষ প্রায় আমাদেরকে তুচ্ছ কারনে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন ভাবে গালিগালাজ করে হেয় প্রতিপন্ন করে আসছে। আবার কখনও তার অফিস কক্ষে ডেকে নিয়ে প্রতিষ্ঠানের কর্মচারী ও অভিভাবকদের সামনে অপমান করেন।
বিগত একবছর প্রতিষ্ঠানের নিয়মিত পরিচালনা কমিটি না থাকায় আমরা তা কাউকে বলার সুযোগ পায়নি।
তাছাড়াও তিনি দায়িত্ব গ্রহনের পর থেকে কলেজের আর্থিক ও অফিস ব্যবস্থাপনা ভেঙ্গে পড়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রকৃত ব্যয় অপেক্ষা বেশী ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন।
অভিযোগকারী শিক্ষকগণ সুষ্ঠ তদন্তক্রমে কলেজের সার্বিক অব্যবস্থাপনা চিত্র নিরুপনে পদক্ষেপ গ্রহনের দাবি জানান।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ নজির আহমদকে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া বলেন— অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন— বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়মের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে বলা হয়েছে।