জৈন্তাপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
জৈন্তাপুর সংবাদদাতা
সিলেট জৈন্তাপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জৈন্তাপুর উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার সকল আনসার ভিডিপি সদস্যরা এই সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী শাহেদ আহমদ, উপজেলা আনসার ভিডিপির সাবেক কর্মকর্তা আব্দুল মালিক পাখি, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহজাহান কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন— উপজেলা আনসার ভিডিপির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মঈন উদ্দিন আহমদ। সমাবেশে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন— নিজপাট ইউনিয়ন দলপতি বিলাল হোসেন লিটন, দরবস্ত ইউনিয়ন দলপতি খোদেজা বেগম।
অনুষ্ঠান পরিচালনা করেন— আনসার ভিডিপির উপজেলা সহকারী কর্মকর্তা ফরিদ আহমদ।
অনুষ্ঠানে সদস্য-সদস্যাদের মধ্যে সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কাজে অবদান রাখায় বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ভিডিপির সদস্য ও সদস্যাগন অংশ গ্রহন করেন।