‘সকলকে মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে’
সংবাদ বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ রহমান মামুন বলেছেন— মানুষ তার স্বপ্নের সমান বড় হয়। আমাদের তরুণরা কালনীগ্রুপ প্রতিষ্ঠা করে মানবসেবার মহানব্রতী নিয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে দিরাই ট্রাভেলস নামে ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছে এবং শুরু লগ্নে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের উদ্যোগ সফল হউক সে কামনা। আপনারা সততার সাথে মানবসেবায় কাজ করবেন এ আমাদের বিশ্বাস। জনপ্রতিনিধিসহ সবাই নিজ অবস্থান থেকে নবীন উদ্যোক্তাদের সহায়তা এবং সবাইকে মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে।
শুক্রবার বিকেলে দিরাই পৌরশহরের থানা রোডের জালাল সিটি সেন্টারের ২য় তলায় দিরাই ট্রাভেলসের উদ্বোধন ও উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালনী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুজাহিদুল ইসলাম সর্দারের সভাপতিত্বে ও প্রভাষক মোস্তাক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, ডা. সুমিত পুরকায়স্থ, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন।
সংবর্ধিতদের মধ্যে উপস্থিত ছিলেন— দিরাই চরনারচরের পরিতোষ রায়, সরমঙ্গলের মোয়াজ্জেম হোসেন জুয়েল, জগদলের হুমায়ূন রশীদ লাভলু, করিমপুরের লিটন চন্দ্র দাস, রাজা নগরের জহিরুল ইসলাম জুয়েল, তাড়লের আলী আহমদ, কুলঞ্জের একরার হোসেন এবং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন— সোলজার ক্লাবের উপদেষ্টা শাহজাহান সিরাজ। বক্তব্য রাখেন— সাংবাদিক সৈদুর রহমান তালুকদার, প্রশান্ত সাগর দাস, পৌর যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল মিয়া, দিরাই ট্রাভেলস এর ম্যানেজিং ডিরেক্টর মেহরাব রুনেল, ডিরেক্টর সোহাগ জামান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মুজিব সরকার, আরিফ আহমদ প্রমুখ।
সভাশেষে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে লটারীতে সিলেট টু কক্সবাজার বিমান টিকেট বিজয়ী হন— সোমা চৌধুরী, সিলেট টু ঢাকা বিমান টিকেট বিজয়ী হন— ওমর ফারুক তপু ও মোবাইল ফোন বিজয়ী হন— মঈনুল ইসলাম।