পুলিশী অভিযানে গোয়াইনঘাটের ১০ জোয়াড়ি গ্রেফতার
গোয়াইনঘাট সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে— শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুম আলম’র নেতৃত্বে পিএসআই শামিম আহমদ’সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে একদল পুলিশ উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় ১০জন জুয়াড়ীকে আটক করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৯ হাজার ২ শত ৯০ টাকা এবং এক বান্ডিল তাস উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— এবাদুর রহমান (৩৬), পিতা- শফিকুর রহমান, সাং- আব্দুল মহল, ২। শাহিনুল ইসলাম (৩০), পিতা- কোরমান আলী, সাং- নয়নগর, ৩। মোস্তুফা (২৭), পিতা- মৃত জালাল উদ্দিন, সাং- আব্দুল মহল, ৪। আজমল (২৭), পিতা- মৃত জলাল উদ্দিন, সাং- আব্দুল মহল, ৫। সেরগুল (৩০), পিতা- মোস্তুফা, সাং- নয়ানগর, ৬। রহিম উদ্দিন (৩৩), পিতা- মৃত মনু মিয়া, সাং- নয়ানগর, ৭। ফখর উদ্দিন (২০), পিতা- জমির উদ্দিন, সাং- লক্ষীনগর, ৮। মোহাম্মদ আলী (৩৫), পিতা- মৃত হুসন আলী, সাং- পুকাশ, ৯। ময়না মিয়া (৩৯), পিতা- মৃত সোনা মিয়া, সাং- নয়ানগর, ১০। তাজ উদ্দিন (৩৮), পিতা- মৃত আতাউর রহমান, সাং- পুকাশ, সর্ব থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন— ১০ জুয়াড়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শনিবাবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।