লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লাখাই সংবাদদাতা
হবিগঞ্জের লাখাই থানা এলাকায় অভিযান চালিয়ে র্যাব গাঁজা বিক্রয়কালে ২০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তি চুনারুঘাট থানার উত্তর বড়াইল এলাকার বাসিন্দা আ. ছাত্তারের ছেলে লাকছু মিয়া (৩০)।
র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক ৫ জুন দুপুরে লাখাই থানার ৬নং বুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বুল্লা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়— গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।