বিয়ানীবাজার পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন ইউএনও
বিয়ানীবাজার সংবাদদাতা
সিলেটের বিয়ানীবাজার পৌর নির্বাচন চলাকালীন এবং নতুন মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তরের পূর্ব পর্যন্ত পৌর প্রশাসকের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নূর।
সোমবার বিকাল তিনটায় পৌরসভা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন পৌর মেয়র আব্দুস শুকুর। এতে ইউএনও আশিক নূরের নাম বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় প্রশাসক হিসাবে যুক্ত হলো।
দায়িত্ব হস্তান্তরকালে পৌর মেয়র আব্দুস শুকুর বলেন— গত পাঁচ বছর বিয়ানীবাজারবাসীর সহযোগিতা পেয়েছি। আগামীতেও একইভাবে সহযোগিতার প্রত্যাশা করি। দীর্ঘ এ সময়ে পৌরবাসীর সুখ-দুঃখে কাছে ছিলাম, ভুল-ত্রুটি হতে পারে। এজন্য পৌরবাসীর কাছে ক্ষমা চাই। এ সময়ে সবার সহযোগিতা অনেক উন্নয়ন কাজ হয়েছে। এসব কাজের সকল কৃতিত্ব পৌরবাসীর, ব্যর্থতার সকল দায় আমার। তিনি আগামীতে সবার সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর সবার সহযোগিতা কামনা করে বলেন— নতুন পরিষদের শপথ গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি আশিক নূর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন।