কান্দিগাঁও ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা
সংবাদ বিজ্ঞপ্তি
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মনাফের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব তপন মজুমদারের পরিচালনায় খসড়া বাজেট ঘোষণা করেন— ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মনাফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হীরন মাহমুদ।
প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লক্ষ ৮ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লক্ষ টাকা। উদ্ধৃত্ত রাখা হয়েছে ৮ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন— প্যানেল চেয়ারম্যান আল মামুন শাহীন, ১নং ওয়ার্ডের সদস্য ইউসুফ আলী, ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল, ৪নং ওয়ার্ডের সদস্য সাবাজ আহমদ, ৫নং ওয়ার্ড সদস্য মুহিবুর রহমান, ৬নং ওয়ার্ডের সদস্য কাছা মিয়া কছির, ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন, ৮নং ওয়ার্ডের সদস্য মুক্তাদির আহমদ, ৯নং ওয়ার্ডের সদস্য মোজাম্মিল হোসেন, ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য জেবী আক্তার, ৪, ৫, ৬নং ওয়ার্ডের সদস্য খুশতেরা বেগম, ৭, ৮, ৯নং ওয়ার্ডের সদস্য রুমা আকতার।